Ananda Sokal: কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, অ্যাকশন শুরু সেনার
ABP Ananda Live: দক্ষিণ কাশ্মীরে প্রত্যাঘ্যাত চলছেই। পহেলগাঁওয় হামলার তদন্তে NIA. বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের বাড়ি। পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। উপত্যকায় ২দিনে ধূলিসাৎ ৯ জঙ্গির বাড়ি। পহেলগাঁওয়ের বদলা চায় দেশ। অ্যাকশনে সেনা। ২দিনে ধূলিসাৎ ৬ জঙ্গির বাড়ি। প্রধানমন্ত্রীর হুঙ্কারের পরেই জঙ্গিদের খোঁজে তল্লাশি। কুলগামে গ্রেফতার ২। উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। নাম, ছবি দিয়ে লস্কর, জইশ, হিজবুলের ১৪ জঙ্গির তালিকা প্রকাশ। পহেলগাঁওয়ে রক্ত বন্যা বইয়েছে পাক জঙ্গিরা। পাল্টা ঝিলমের জলে জব্দ সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান। ভারতের ছাড়া জলে ফুঁসছে ঝিলম, মুজফফরাবাদে ওয়াটার এমার্জেন্সি। পহেলগাঁওয়ে হিনদু নিধনের পরও নির্লজ্জ পাকিস্তান! লন্ডনে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ। পাল্টা অভিনন্দন বর্তমানের পোস্টার হাতে গলাকেটে নেওয়ার অঙ্গভঙ্গি পাক সেনা অফিসারের।






























