Mamata Banerjee: অক্সফোর্ডে শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন, পাল্টা কী বললেন মমতা?
ABP Ananda Live: অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন দর্শকদের এক়াংশের কড়া প্রশ্নে কাটল তাল। পাল্টা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাকে অপমান করতে পারেন না, বললেন মুখ্যমন্ত্রী। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। রয়্যাল বেঙ্গল টাইগার মমতা বন্দ্যোপাধ্যায়। যত হেনস্থা করবে, তত তিনি গর্জে উঠবেন। কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণ নিয়ে পোস্ট তৃণমূলের। লন্ডনে গিয়ে আর জি কর কাণ্ডে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী। বিচারাধীন বিষয়, কেন্দ্র দেখছে। আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং। পাল্টা সরব মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এসব করিয়ে কি সিপিএম শূন্য থেকে এক হবে? বিশ্বমঞ্চেও ধিকৃত হল সিপিএম। কফিনে শেষ পেরেক পড়ে গেল। সরব দেবাংশু। টাটারা কেন চলে গেল? অক্সফোর্ডে শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন। টাটা, কগনিজেন্ট আছে, দাবি মুখ্যমন্ত্রীর। মিথ্যাবাদী, আক্রমণ দর্শকদের একাংশের। মিথ্যা বলি না, পাল্টা মুখ্যমন্ত্রী।






























