Mamata Banerjee: 'বাংলার বাইরে যারা অত্যাচারিত হচ্ছেন, তাঁরা ফিরে আসুন', বললেন মমতা
ABP Ananda Live: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে এবার বোলপুরে মুখ্যমন্ত্রীর মিছিল। এনআরসির নামে বিজেপি-কমিশন আঁতাঁতের অভিযোগ। পরিযায়ীদের ঘরে ফেরার ডাক। 'ভাবছেন অন্যদের বদনাম করে এভাবেই চলে যাবে?' 'নিজেরা টাকা কামাচ্ছো, আর অন্যদের চোর বলছ?'। 'বাংলার লোকেরা কাজ করে, বাংলার লোকেরা প্রতিভাবান' । এই মাটি গর্বের মাটি, বোলপুরের সভায় হুঙ্কার মমতার। 'দরকার হলে জীবন দেব, আমার ভাষা কাড়তে দেব না' । বাংলার বাইরে যারা অত্যাচারিত হচ্ছেন, তাঁরা ফিরে আসুন । 'আমরা আপনাদের ট্রেনে করে ফিরিয়ে আনব' । 'আপনাদের কাজ দেব, বাঁচার সুযোগ করে দেব' । 'গুজরাতে থাকার কী দরকার? বাংলায় ফিরে আসুন' । 'ওরা যখন চায় না, রাজস্থানে থাকার কী দরকার?' । 'হরিয়ানা, অসম...কথা বলতে গেলে দাঁত ভেঙে যায়, ভাষণ দিচ্ছে!' । 'এত রোহিঙ্গা আসবে কোথা থেকে? বাংলায় বললেই বাংলাদেশি?' । 'আমি যেখানেই যাই, সেখানে সেই ভাষাতেই কথা বলি' । 'NRC-র নামে অস্তিত্ব বিপন্ন করার চক্রান্ত রুখছি, রুখব' । 'ভাষার উপরে সন্ত্রাস, আমরা মানব না', মন্তব্য মমতার
দার্জিলিংয়ে বড় দুর্যোগ, ফুঁসছে তিস্তা, বিপদসীমার উপরে জল, বন্ধ কালিম্পংয়ের রাস্তা
বাংলাজুড়ে চলছে প্রবল দুর্যোগ। উত্তর থেকে দক্ষিণ , তুমুল বৃ্ষ্টিতে ভিজছে জেলা থেকে জেলা। টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। বিপদের মুখে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাও। একটানা ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদী তিস্তা। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল।খরস্রোতা তিস্তা জলে ভেসেছে সড়ক। আলগা হচ্ছে পাহাড়ের মাটি। টানা বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে ধস নামার আশঙ্কা। ফুঁসছে নদী। কালিম্পং-দার্জিলিং সড়ক এখন যোগাযোগ বিচ্ছিন্ন। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং-দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়। সোমবার রাত থেকেই ওই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।






























