KMC Election Result 2021: ৯০ শতাংশেরও বেশি ভোট পেলেন তৃণমূলের ৭ প্রার্থী | Bangla News
কলকাতা পুরসভা ভোটে জোড়াফুলের (TMC) দাপট। ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতেই জয়ী তৃণমূল। গত বিধানসভা নির্বাচনের নিরিখে কলকাতা পুরসভা এলাকায় ১১ শতাংশ ভোট বাড়ল তাদের। তৃণমূলের সাতজন প্রার্থী ৯০ শতাংশেরও বেশি ভোট পেলেন। ৬২ হাজারের বেশি ব্যবধানে জিতলেন ৬৬ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। এমন নজিরবিহীন পুরভোট এর আগে কখনও দেখেনি কলকাতা।
কলকাতা পুরভোটে তৃণমূলের জয়জয়কারের মধ্যেও তাঁরা অপরাজিত। টানা ৬ বার জিতে ডবল হ্যাট্রিক করলেন মীনাদেবী পুরোহিত (Meena Devi Purohit)। হ্যাট্রিক করলেন আর এক বিজেপি প্রার্থী বিজয় ওঝা। টানা চারবার জিতলেন কংগ্রেসের সন্তোষ পাঠক (Santosh Pathak)। প্রথমবার ভোটে লড়েই জিতলেন বিজেপি-র সজল ঘোষ।
কলকাতা পুরভোটে সবুজ ঝড়। জিতলেন পুরভোটে প্রার্থী হওয়া তৃণমূলের (TMC) সাংসদ ও বিধায়করা। বিধানসভা ভোটের বিপুল জয়ের পর জুন মাসে দলের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠকে 'এক ব্যক্তি এক পদ' নীতি চালুর ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তার ৬ মাসের মধ্যে কলকাতা পুরভোটে 'এক ব্যক্তি এক পদ' নীতি থেকে কার্যত সরে এসে বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ, বিধায়ককে প্রার্থী করেছিল তৃণমূল। মঙ্গলবার ইভিএম খুলতে দেখা গেল তাঁদের মধ্যে জয়ী হয়েছেন সকলেই।