KMC Election Result 2021: 'প্রতি বছর রিপোর্ট কার্ড পেশ করবে পুরসভা', জয়ের পর জানালেন ফিরহাদ | Bangla News
কলকাতা পুরভোটে ঝড় তুলল তৃণমূল। ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতেই জিতল ঘাসফুল শিবির (TMC)। বিজেপির (BJP) ঝুলিতে গেল ৩টি আসন। বাম-কংগ্রেস দুটি করে আসনে এবং নির্দলরা তিনটি আসনে জিতেছে। প্রাপ্ত ভোটের হারের নিরিখে বিজেপিকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা।
কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল (TMC)। জয়ের পর এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, আগামীদিনে পুরসভার কাজ নিয়ে রিপোর্ট কার্ড তৈরির পথে হাঁটতে চলেছেন তাঁরা। এর আগে গঙ্গাপাড়ের পুরযুদ্ধ অনুষ্ঠানে একই দাবি তুলেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তী। পুরভোটের পরীক্ষায় তৃণমূলের রিপোর্ট কার্ডে ঢালাও নম্বর দিয়েছে কলকাতাবাসী।
কলকাতা পুরসভার ভোটে তৃণমূলের ল্যান্ডস্লাইড ভিক্টরি। তবে তারই মধ্যে ছাপ ফেললেন কয়েকজন নির্দল প্রার্থী (Independent Candidates)। তিনটি ওয়ার্ডে নিকটবর্তী তৃণমূল (TMC) প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন তিন কন্যা। ১৩৫ নং ওয়ার্ডে রুবিনা নাজ, ১৪১ নং ওয়ার্ডে পূর্বাশা নস্কর এবং ৪৩ নং ওয়ার্ডের আয়েশা কানিজ জিতলেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে।
হলদিয়ায় (Haldia) ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের (Indian Oil Corporation) রিফাইনারি প্লান্টে গতকাল বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আজ শুরু হল শাটডাউনের কাজ। শ্রমিকরা কারখানার ভিতরে গিয়ে শাট ডাউনের কাজ শুরু করেছেন। গতকাল ওই রিফাইনারি প্লান্টে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৩ জন শ্রমিকের। আহত বেশ কয়েকজন শ্রমিককে গ্রিন করিডর করে আনা হয়েছে কলকাতায়।
দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) উস্তিতে যুব তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত লালচাঁদ ও তাঁর দুই ছেলে কবিরুল ও সাবিরুলও আছেন। পুলিশ সূত্রে খবর, বারুইপুর, সুন্দরবন ও উস্তি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে উত্তর কুসুমের যুব তৃণমূল নেতা সুজাউদ্দিন গাজিকে গুলি করা হয়। আহত অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে।