TMC News:একের পর এক বেফাঁস মন্তব্যে বিড়ম্বনায় দল।শৃঙ্খলায় আরও কড়া মমতা।১ থেকে বেড়ে এবার ৩টি কমিটি
ABP Ananda Live: তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব আরও বাড়ল প্রবীণ নেতাদের । দিল্লিতে মুখপাত্র অভিষেক, শৃঙ্খলারক্ষা কমিটিতে অরূপ-ববি-কল্যাণ । ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই 'অপরাজিতা বিল' নিয়ে রাস্তায় । বারবার বেফাঁস মন্তব্য করে দলে বিড়ম্বনায় ফেলা নিয়েও কড়াকড়ি । একটির বদলে এবার তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । সাংসদ, বিধায়ক থেকে দলের সাধারণ নেতা-কর্মী-৩টি শৃঙ্খলারক্ষা কমিটি । শৃঙ্খলারক্ষার কোনও কমিটিতে নেই, দিল্লিতে সংসদ-বিষয়ে বলতে পারবেন অভিষেক । জাতীয় কর্মসমিতি ছাড়া শুধু দিল্লিতে জাতীয় মুখপাত্র হিসেবে থাকবেন অভিষেক । তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা ২২ থেকে বেড়ে হল ২৭ । দলের নতুন প্রজন্মকে মমতা-মুখী করতে বিশেষ কর্মসূচি তৃণমূলের
কলকাতায় যেদিন তৃণমূলের জাতীয় কর্মসমিতির মেগা বৈঠক হল, সেদিন থেকেই শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন। আর অধিবেশনের শুরুতেই জাতীয় রাজনীতিতে ইঙ্গিতপূর্ণ ছবি চোখে পড়ল। I.N.D.I.A জোটের বৈঠকে সেখানে দেখা গেল না তৃণমূলকে। তাই প্রশ্ন উঠছে, ফের একবার কি কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করল তৃণমূল? নেপথ্য়ে কি বিশেষ রাজনৈতিক সমীকরণ? মহারাষ্ট্রে বিপর্যয়ের পর কি কংগ্রেসের ওপর চাপ তৈরির কৌশল নিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়? (Mamata Banerjee)
সোমবার সংসদের অধিবেশন শুরুর আগে বাসভবনে বিরোধী দলগুলির বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। আদানি ঘুষকাণ্ড-সহ বিভিন্ন ইস্য়ুতে কীভাবে সংসদের অন্দরে নরেন্দ্র মোদির সরকারকে চেপে ধরা হবে, তা নিয়ে কৌশল স্থির করার জন্য়ই এই বৈঠক ডাকা হয়। বৈঠকে কংগ্রেস ছাড়াও অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি, সদ্য় মহারাষ্ট্রে পরাজিত দুই জোটসঙ্গী শরদ পাওয়ারের দল, উদ্ধব ঠাকরের দল, CPM, CPI, DMK-সহ ১৩টি বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। (I.N.D.I.A Bloc)