এক্সপ্লোর
Ananda Sakal (Seg-2) : কুলপিতে খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগে লোকানো বোমা
৫ দিনে ৩ বার। দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে ফের বোমার হদিশ। গ্রামের মাঠে খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। আজ সকালে গ্রামের বাসিন্দারা দেখতে পান। কুলপি থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। গত বৃহস্পতিবার ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে জখম হয় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। এর তিনদিনের মাথায়, রবিবার গ্রাম থেকে উদ্ধার হয় ২৪টি তাজা বোমা। ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই ফের কুলপির ওই গ্রামে বোমার হদিশ। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক।






























