TMC Vs BJP: দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও বিতর্ক | ABP Ananda Live
ABP Ananda Live: উপনির্বাচনের আগে কেষ্টর কুকথাকে হাতিয়ার করে পথে নামছে বিজেপি। ১৬ জুন শুভেনদুর নেতৃত্বে কালীগঞ্জে নারী সম্মান যাত্রা। ৯ জুন বোলপুরে মিছিলের ডাক। অনুব্রতকে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া চিকিৎসক হিটলার চৌধুরী কোথায়? সরকারি অফিস থেকে বাড়ি-বিতর্ক সামনে আসতেই খোঁজ নেই বিএমওএইচের। দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও বিতর্ক। দোকানের মিষ্টি, প্রসাদ বলে চালানোর অভিযোগ শুভেন্দুর। মন্দিরের খোয়া ক্ষিরেই প্যাড়া, পাল্টা তৃণমূল।
কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে ফের বিতর্ক
কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে ফের বিতর্ক। 'মেয়েদের ছোট পোশাক পরা পছন্দ করি না', কৈলাসের মন্তব্য নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। 'ছোট পোশাক পরে নিজস্বী তুলতে এলে ফিরিয়ে দিই', কৈলাসের বিতর্কিত মন্তব্যে সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল। 'প্রধানমন্ত্রীর কাছ থেকে উত্তর চাই। আপনি কৈলাস বিজয়বর্গীয় মতামতকে সমর্থন করেন?' সোশাল মিডিয়ায় কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য তুলে সরব তৃণমূল। 'নারীদের অবমাননা করা কি এখন আপনার দলের একটি আনুষ্ঠানিক নীতি? তাৎক্ষণিক পদক্ষেপ নিন ও তার পদত্যাগ দাবি করুন।' পোস্ট তৃণমূলের।






























