Ananda Sakal(4): এলাকা দখলকে কেন্দ্র করে বাসন্তীর তিতকুমার গ্রামে তৃণমূলের বিবাদ, দু’পক্ষের মধ্যে বোমাবাজি
পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখলকে কেন্দ্র করে বাসন্তীর তিতকুমার গ্রামে তৃণমূলের বিবাদ। দু’পক্ষের মধ্যে বোমাবাজি। এলাকায় গুলি চলারও অভিযোগ। রাস্তায় পড়ে গুলির খোল। তৃণমূল পার্টি অফিসও ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে খবর, এলাকার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী গণেশ সরকার ও স্থানীয় তৃণমূল নেতা দিলীপ হালদারের মধ্যে টানাপোড়েন চলছে। অভিযোগ, তার জেরে গতকাল গ্রামে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ ৫ জনকে আটক করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল অশান্তির দায় চাপিয়েছেন আইএসএফ, আরএসপি ও বিজেপির ঘাড়ে। বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।






























