এক্সপ্লোর
Coal Scam : কয়লা পাচারকাণ্ডে আরও গ্রেফতার, ED-র তলব দুই তৃণমূল বিধায়ককে। Bangla News
কয়লা পাচার মামলায়, কেন্দ্রীয় সরকারি সংস্থা Eastern Coalfields Limited বা ECL’এর আরও এক প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল CBI। এই নিয়ে, কয়লাকাণ্ডের তদন্তে ৮ জন ECL প্রাক্তন ও বর্তমান কর্মী ও আধিকারিককে গ্রেফতার করা হল।
কয়লা পাচারকাণ্ডের তদন্তে দু’জনকেই আজ দিল্লির দফতরে তলব করেছিল ED। কিন্তু হাজিরা দিলেন না পূর্তমন্ত্রী ও আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটক এবং পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। যা নিয়ে শুরু হয়েছে তরজা।






























