Tiya-Kakatua: রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে তরজায় তিন পাখি, 'টিয়া-কাকাতুয়া-গোমড়া' | ABP Ananda LIVE
Tiya-Kakatua: রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে তরজায় তিন পাখি, 'টিয়া-কাকাতুয়া-গোমড়া' | ABP Ananda LIVE
শক্তিগড়ে ল্যাংচাকাণ্ডে দায়ের করা হল এফআইআর। শক্তিগড় থানায় এফআইআর দায়ের করা হল ফুড সেফটি অফিসারের তরফে। ২০ জুলাই শক্তিগড়ে অভিযান চালিয়ে ছত্রাক ধরে যাওয়া প্রচুর ল্যাংচা উদ্ধার করা হয়। যদিও ল্যাংচায় ছত্রাক থাকার কথা অস্বীকার করেছে ব্যবসায়ীদের একাংশ। মাটিতে বিরাট গর্ত...তারই মধ্যে ঢালা হচ্ছে বস্তা বস্তা ল্যাংচা! মাটির নীচে ঢালার সময় আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ল্য়াংচা। পা দিয়ে সেগুলোই আবার গর্তের ভিতর ঠেলে দিচ্ছেন পুলিশকর্মী। বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে ল্যাংচা পোঁতার জন্য চলছে বিরাট কর্মযজ্ঞ। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে জাতীয় সড়কের দু পাশে বড় বড় দোকান। শো কেসে থরে থরে সাজানো, নানারকমের, নানা সাইজের ল্যাংচা। সম্প্রতি শক্তিগড়ে ল্যাংচার দোকানগুলিতে যৌথ অভিযান চালায়...স্বাস্থ্যদফতর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দফতর। দোকানের ভিতরে ঢুকতেই চোখ কপালে ওঠে। দেখা যায় দোকানের রান্নাঘরে মেঝেতে ছড়িয়ে রাখা হাজার হাজার ল্যাংচা!