Hirak Rajar Darbare: রাজ্য রাজনীতির সাতকাহন। কী নিয়ে সরগরম হীরকরাজ্য? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্য রাজনীতির সাতকাহন। কী নিয়ে সরগরম হীরকরাজ্য? হীরক রাজার দরবারে। হীরক রাজার দরবারে
আরও খবর..
বিহারে জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধের অপারেশন! খুন, ডাকাতি থেকে ব্যবসায়ীকে হুমকি, জেলে বসেই ব্লু-প্রিন্ট সুবোধের! অবশেষে সিআইডির কব্জায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহ। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে নাম জড়ায় সুবোধের। রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির 'মাস্টারমাইন্ড' সুবোধ। ২০২০-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। বেলঘরিয়া থেকে ব্যারাকপুর, প্রোটেকশন মানি চেয়ে ব্যবসায়ীদের হুমকি ফোনে অভিযুক্ত সুবোধ
শপথ-বিতর্কের মধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও চরমে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারির পর ফের বোসের নিশানায় রাজ্য সরকার । 'দুর্নীতি, সন্ত্রাস, জনসাধারণের টাকা নয়ছয়, এটাই এই সরকারের বৈশিষ্ট্য।রাজ্যের আয়ের থেকে ব্যয় খুব বেশি, আর্থ সামাজিক উন্নয়নের জন্য খরচ করা কঠিন। এভাবে যাঁরা সাধারণ মানুষের টাকার অপচয় করছেন, তাঁদের এর মূল্য চোকানো উচিত', বাংলার অর্থনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে এই সরকার, আক্রমণ রাজ্যপালের