Bihar: বিহারে জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধের অপারেশন! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিহারে জেলে বসেই বাংলায় একের পর এক অপরাধের অপারেশন! খুন, ডাকাতি থেকে ব্যবসায়ীকে হুমকি, জেলে বসেই ব্লু-প্রিন্ট সুবোধের! অবশেষে সিআইডির কব্জায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহ। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় অভিযুক্ত সুবোধ। ২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে ডাকাতিতে নাম জড়ায় সুবোধের। রাজ্যে একের পর এক সোনার দোকানে ডাকাতির 'মাস্টারমাইন্ড' সুবোধ। ২০২০-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। বেলঘরিয়া থেকে ব্যারাকপুর, প্রোটেকশন মানি চেয়ে ব্যবসায়ীদের হুমকি ফোনে অভিযুক্ত সুবোধ
রাজভবনে কর্মরত মহিলা শ্লীলতাহানির অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের অপসারণ চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে তদন্ত চলছিল। সেই ইন্দিরারই অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি দিলেন রাজ্যপাল। পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলেরও অপসারণ চেয়েছেন তিনি। (CV Ananda Bose)
এ নিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "রাজ্যপাল এত উদ্বিগ্ন হয়ে উঠেছেন কেন? ওঁর বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করেছেন। আইন অনুযায়ী তার তদন্ত হওয়া উচিত কি না? যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনি রক্ষাকবচ নিয়ে বসে থাকবেন, তার পর তদন্তকারীকে সরিয়ে দিতে বলবেন, এটা কি দেশের আইন? এটা কি মেনে নেওয়া যায়?" (Vineet Goyal)






























