Chak Bhanga 6ta: আসছে ভোট, বাড়ছে হত্যালীলা ! রাজ্যে ৩ দিনে প্রাণ গেল ৩ তৃণমূল নেতা-কর্মীর
ABP Ananda LIVE : আসছে ভোট, বাড়ছে হত্যালীলা ! রাজ্যে ৩ দিনে প্রাণ গেল ৩ তৃণমূল নেতা-কর্মীর
তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে ৩ দিনের মাথায় জালে দলেরই নেতা
ভাঙড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূল নেতা । তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে ৩ দিনের মাথায় জালে দলেরই নেতা । ধৃত মোফাজ্জল মোল্লা খুনের মাস্টারমাইন্ড, দাবি পুলিশ সূত্রে । খুনের পর ঘটনাস্থলেই ছিল মোফাজ্জল মোল্লা! ভাইরাল ভিডিও । তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পিছনেই দাঁড়িয়েছিল মোফাজ্জল মোল্লা । খুনের সময়েও ঘটনাস্থলে ছিল ধৃত মোফাজ্জল মোল্লা, পুলিশ সূত্রে খবর । এলাকা দখলকে কেন্দ্র করে ২ জনের বিবাদ, পুলিশ সূত্রে খবর । আর্থিক লেনদেন সংক্রান্ত গন্ডগোলের জেরেই খুন, অনুমান পুলিশের । ঘটনায় আর কারা জড়িত? আর কারা ছিলেন ঘটনাস্থলে? টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ । বৃহস্পতিবার রাতে খুন সওকত-ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজ্জাক খান
All Shows





























