Chhok Bhanga 6Ta LIVE | আজ মুম্বইয়ে মেসি। কার দোষ, কার দায় কেন ব্যর্থ হল কলকাতা, উঠছে একাধিক প্রশ্ন
ABP Ananda LIVE : কলঙ্কিত, ক্ষতবিক্ষত।এক লজ্জার অধ্যায়।চরম বিশৃঙ্খলা যুবভারতীতে।বিশ্বকাপজয়ী প্রিয় ফুটবল তারকাকে দেখতে না পেয়ে আছড়ে পড়ল ক্ষোভ ।কলকাতায় বিশৃঙ্খলা, সফল হায়দরাবাদ। আজ মুম্বইয়ে মেসি।কার দোষ, কার দায় কেন ব্যর্থ হল কলকাতা, উঠছে একাধিক প্রশ্ন।
মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট, সোশাল মিডিয়ায় বার্তা রাজ চক্রবর্তীর
মেসির সঙ্গে শুভশ্রীর ছবি পোস্ট, সোশাল মিডিয়ায় বার্তা রাজ চক্রবর্তীর। 'যুবভারতীর অরাজকতা অনভিপ্রেত, এটা ফুটবল ও ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান। অনেকের মধ্যে আমন্ত্রিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই অরাজগতার মধ্যে নিজের উপস্থিতির খেসারত দিতে হচ্ছে ওকে। ওর অপরাধ সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করা। 'কিছু রাজনৈতিক নেতা গোটা ঘটনার আগে পরে না থেকেও মন্তব্য ছুড়ছেন। বলছেন, একজন সিনেমার নায়িকার ওখানে থাকার কী দরকার? তাঁদের উদ্দেশ্যে বলি, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে কতটুকু চেনেন আপনারা? অভিনেত্রী বলে তিনি মেসির ভক্ত হতে পারেন না?'






























