Bengal SIR : প্রকাশিত হল SIR-র খসড়া ভোটার তালিকা, নাম বাদ প্রায় ৫৮ লক্ষ ভোটারের
ABP Ananda LIVE : প্রকাশিত হল SIR-র খসড়া ভোটার তালিকা, নাম বাদ প্রায় ৫৮ লক্ষ ভোটারের।
আরও খবর...
খসড়া ভোটার তালিকায় আপনার নাম নেই, অথচ শুনানির ডাকও পেলেন না, তখন কী করবেন ? রইল আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর পরবর্তী পদক্ষেপ শুরু করল নির্বাচন কমিশন। আজ থেকে আগামী ১ মাস BLO-দের কাছে খসড়া তালিকা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। এরপর যাঁদের শুনানির জন্য ডাকা হবে, তাঁদের বাড়ি গিয়ে এই সংক্রান্ত নোটিস পৌঁছে দেবেন বুথ লেভেল আধিকারিক। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত অভাব-অভিযোগ, শুনানি এবং ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে কমিশন।
রাজ্যে SIR-এর এনুমারেশন পর্ব মিটে যাওয়ার পর, মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। আপাতত সেই তালিকায় রয়েছে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম। এখন প্রশ্ন হল, খসড়া তালিকায় আপনার নাম থাকা মানেই কি চূড়ান্ত তালিকাতেও আপনার নাম থাকবে? এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এখন প্রায় ২ মাস ধরে চলবে চুলচেরা বিশ্লেষণ। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে।


























