Chokh Bhanga Chota: ১৫দিন পার, নড়েনি টনক ! এখনও কসবা ল' কলেজে 'হৃদয়ে মনোজিৎ দাদা' দেওয়াল লিখন !
Chokh Bhanga Chota: ১৫দিন পার, এখনও 'হৃদয়ে' গণধর্ষণ অভিযুক্ত মনোজিৎ! 'আমাদের হৃদয়ে মনোজিৎ দাদা', এখনও কলেজে দেওয়াল লিখন ! অপরদিকে, কসবাকাণ্ডের মধ্যেই বালিগঞ্জ সায়েন্স কলেজে TMCP নেতার 'দাদাগিরি' !অধ্যাপিকা-পড়ুয়াদের আটকে ভূগোল বিভাগের দরজায় তালা !TMCP নেতা সজল মণ্ডলের বিরুদ্ধে অধ্যাপক-শাসনের অভিযোগ ! ভূগোলের স্নাতকোত্তর বিভাগের ফাইনাল সিমেস্টারের ফর্ম ফিলআপ। ৪০জন পড়ুয়াকে ফর্ম ফিলআপ করতে না দেওয়ার অভিযোগে বিক্ষোভ। TMCP নেতার নেতৃত্বে বিভাগীয় প্রধানের অফিসে তালা দিয়ে বিক্ষোভ। অধ্যাপকের বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে রেজিস্ট্রারকে নালিশ। জুন মাসে ছাত্রদের অভিযোগ, কী সমস্যা, বারবার ডেকেও সাড়া না পাওয়ার অভিযোগ। ফর্ম ফিলআপের সময় আগে রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে বলার অভিযোগ। ফর্ম ফিলআপ করতে না দেওয়ার অভিযোগে TMCP নেতার নেতৃত্বে বিক্ষোভ। চাবি ছিনতাই, গেটে তালা দিয়ে অধ্যাপক শাসন? তদন্তের নির্দেশ বিশ্ববিদ্যালয়ের। কেন বিভাগে তালা? এখনও প্রতিক্রিয়া মেলেনি TMCP নেতা সজল মণ্ডলের। আগে ফর্ম ফিল আপ করতে দেওয়া উচিত ছিল, দাবি TMCP নেতা অভিরূপ চক্রবর্তীর।






























