Chokh Bhanga Chota: পরীক্ষায় 'যোগ্য' চাকরিহারারা, দুর্নীতির প্রশ্নে ফের কমিশনকে নিশানা
Chokh Bhnga Chota: নির্বিঘ্নেই সম্পন্ন SSC-র পরীক্ষা। অন্যের দুর্নীতির মাশুল, ক্ষোভ চাকরিহারা পরীক্ষার্থীদের। পরীক্ষা দিলেন মাথা কামিয়ে প্রতিবাদ করা পাঁশকুড়ার রাসমণি পাত্র। শুভ্রজিতের সঙ্গে দেখুন ছক ভাঙা ৬টা
SSC Exam: SSC পরীক্ষায় বসা হল না, 'চাকরি হারানোর পর মানসিক অবসাদে ভুগছিলেন', আগের রাতেই চাকরিহারা শিক্ষকের মৃত্যু !
গতরাতে মৃত্যু পাঁশকুড়ার চাকরিহারা শিক্ষক সন্তোষকুমার মণ্ডলের। চাকরি হারানোরপর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন, দাবি পরিবারের। গত রবিবার নবম-দশমের নিয়োগের পরীক্ষা দেন সন্তোষ। বৃহস্পতিবার আচমকা অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়। পাঁশকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় সন্তোষকে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় হাওড়ার নারায়না হাসপাতালে স্থানান্তর।
গত রাতে হাসপাতালে মৃত্যু সন্তোষকুমার মণ্ডলের। একাদশ দ্বাদশের পরীক্ষার আগেই হাসপাতালে মৃত্যু। সন্তোষের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরার খাজুরি গ্রামে। ২০১৬ সালে পাঁশকুড়ার আড়িশান্ডা উচ্চ বিদ্যালয়ে চাকরি পান। চাকরি পাওয়ার পর পাঁশকুড়ার মেচগ্রামে বাড়ির জায়গা কেনেন। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে বাড়ি তৈরি করে মেচগ্রামেই থাকতেন সন্তোষ।






























