Kashmir Attacks: এখনও ঘরে ফেরেননি পাকিস্তানের হাতে আটক বাঙালি BSF জওয়ান
ABP Ananda Live: সকলে পাক রেঞ্জার্স কোনও জবাব না দিলেও, দুপুরে হল ফ্ল্যাগ মিটিং। তবে পাকিস্তানের তরফে এখনও ইতিবাচক কোনও সাড়া মেলেনি। ঘরে ফেরেননি পাকিস্তানের হাতে আটক বাঙালি বিএসএফ জওয়ান রিষড়ার পুনমকুমার সাউ। ছেলের পথ চেয়ে বাবা-মা। স্বামীর অপেক্ষায় রাত জাগছেন অন্তঃসত্ত্বা স্ত্রী।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভারতের প্রত্যাঘাত। কাশ্মীরে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিদের তালিকা প্রকাশ। জঙ্গি তালিকা প্রকাশ করল জম্মু ও কাশ্মীর পুলিশ। কাশ্মীরের বিভিন্ন এলাকায় সক্রিয় ১৪ জন জঙ্গি। সোপোরে সক্রিয় এক লস্কর জঙ্গি। অবন্তীপুরায় সক্রিয় জৈশ ই মহম্মদের এক জঙ্গি। পুলওয়ামায় লস্কর ও জৈশের ২ জঙ্গি সক্রিয়। সোপিয়ানে এক হিজবুল ও চার লস্কর জঙ্গি সক্রিয় তালিকায় প্রকাশ জম্মু ও কাশ্মীর পুলিশের।
'টাকাটা ফ্যাক্টর নয়, আমরা যোগ্য সেটা প্রমাণ করা দরকার', মন্তব্য চাকরিহার শিক্ষাকর্মীর। বন্ধ কারখানার মতো চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য এবার ভাতা । সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা, শিক্ষাকর্মীদের জন্য রাজ্যের ভাতা । মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার । চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা দেবে সরকার । নবান্নে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর । কারা যোগ্য-অযোগ্য, এখনই তা বলতে পারব না, তালিকা পাইনি । নবান্নে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর
All Shows






























