North bengal : সাংবিধানিক পদের অবমাননা! মহাকুম্ভের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর
ABP Ananda LIVE : দুর্যোগেও ৪০ গাড়ির ভিআইপি কালচার ! বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভাল হল ? ..পুজোর সময় তো বৃষ্টি হল বলে ক্যানসেল করে দিলাম একদিন। কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন ট্যুরিস্টরা ছিল। ক্যানসেল করা সম্ভব ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কী করতাম, আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে, রেসকিউ অপারেশনটা হত না। পুলিশ কাকে সামলাবে ? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে ? ডিস্ট্রিক অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে ? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি ? বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো , তাঁকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাকে আশ্বস্থ করা ? নাকি শুধু ভিআইপি ট্রিটমেন্ট করা ? ভিআইপি এর নাম করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ চল্লিশ গাড়ি নিয়ে ঢুকছে। ভাল রাস্তাগুলি ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আরে এটা কাঁচা আছে এখন ! যার জন্য আমি নিজে ট্রাভেল করছি, মাত্র তিনটে গাড়ি...আমার সামনে একটা থাকে, আমি মাঝে থাকি,পিছনের গাড়িটারও আমার দরকার নেই। আমি লোকাল পুলিশকে অ্যালাউ করি না। তাহলে সব জিনিস হয়।'
All Shows































