Chhok Bhanga Chota: সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, 'ব্যর্থ সিবিআই', মন্তব্য আর জি করের নির্যাতিতার মায়ের
RG Kar News: আর জি করে ধর্ষণ ও খুনের ঘটনায় কী সাজা হবে সঞ্জয় রায়ের ? তার দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। শেষমেশ তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল আদালত। 'এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করছেন না'। এদিন সাজা শোনানোর সময় এমনই মন্তব্য করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এই পরিস্থিতিতে সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি নিহতের পরিবারকে ১৭ লক্ষ টাকা সহায়তা দেওয়ার জন্য় বলা হয়েছে স্টেটকে। তার কারণ, হাসপাতালে কর্মরত অবস্থায় ধর্ষণ ও খুন হয়েছেন ওই চিকিৎসক।
বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেছিল সিবিআই। সিবিআই- এর থেকে সিল বন্দি খাম পেয়ে চমকে উঠেছিলেন বিচারক। এইরকম বীভৎস ঘটনা, শিউরে উঠেছিলেন। এখন বলা হচ্ছে বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। সঞ্জয় রায়কে একা শাস্তি দেওয়া হল। আদৌ কি তার একার পক্ষে এরকম নৃশংস কাজ করা সম্ভব? কোনটা সত্যি? তাহলে কি এটা প্রাতিষ্ঠানিক খুন? সত্যকে গোপন করার চেষ্টা চলছে। আসল দোষীদের খোঁজার দাবিতে লড়াই চালিয়ে যেতে হবে।






























