Tehatta News: তেহট্ট হত্যাই হয়েছে বালক, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান
ABP Ananda LIVE: তেহট্ট খুনই হয়েছে বালক, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান। 'শ্বাসরোধ করে খুন করা হয় তৃতীয় শ্রেণির ছাত্রকে। গলায় ফাঁস দিয়ে খুনের পর জলে ফেলা হয় দেহ', তেহট্টকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান।
দেশজুড়ে SIR-এর প্রস্তুতি, দিল্লিতে CEO-দের সঙ্গে বৈঠকে কমিশন
দেশজুড়ে SIR-এর প্রস্তুতি, দিল্লিতে CEO-দের সঙ্গে বৈঠকে কমিশন । দিল্লিতে বৈঠকের আগে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক । রাজ্যের ভোটার তালিকা থেকে শুরু করে বুথ, আগের SIR-র তথ্য' । ১০টি পয়েন্টের প্রেজেন্টেশন জমা দেবেন CEO মনোজ আগরওয়াল: সূত্র । ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মেল করে পাঠাতে হবে প্রেজেন্টেশন: সূত্র । ১০ সেপ্টেম্বর: ৩৬জন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দিল্লিতে বৈঠক






























