এক ডজন গল্প: রাজ্যে কি ওমিক্রনের গোষ্ঠী সংক্রমণ শুরু?। Bangla News
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও ওমিক্রন আক্রান্ত আরও ৪ জন। রাজ্যে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও বাকি চারজন বিদেশে যাননি। হাজারের বেশি নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিতে।
ফের চোখ রাঙাচ্ছে করোনা। ৩ জানুয়ারি থেকে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোনের ভাবনা। করোনা ঠেকাতে ইতিমধ্যেই দিল্লি মুম্বই কেরল সহ বিভিন্ন রাজ্য নাইট কার্ফু জারি করেছে। বিধিনিষেধের পক্ষে সওয়াল করেছেন চিকিৎসকরাও।
৬ থেকে বেড়়ে ওমিক্রন আক্রান্ত ১১ জন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ানের উপর কড়া নজরদারির সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি খতিয়ে দেখে দূরপাল্লা এবং লোকাল ট্রেনের যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। কাল সন্ধের পর সৌরভের ওমিক্রন রিপোর্ট আসার সম্ভাবনা।
GTA-এ অনিয়মের অভিযোগ, সরব রাজ্যপাল। একবছর ধরে GTA-তে ক্যাগের অডিট হয়নি। মমতাকে ট্যাগ করে ট্যুইট রাজ্য়পালের।
দার্জিলিঙের টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে রাস্তাঘাট। বরফের চাদরে ঢেকেছে বাতাসিয়া ও জোড়বাংলো এলাকাও। রাস্তায় বেরিয়ে পড়েছেন পর্যটকরা। তাপমাত্রা বাড়ল কলকাতার। রয়েছে বৃষ্টির সম্ভবনাও। তবে নববর্ষে পারদ নামার পূর্বাভাস আবহাওয়া দফতরের।