এক ডজন গল্প: ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ খুললেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। Bangla News
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ খুললেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। কোন পরিস্থিতিতে এই ট্যাবলো অন্তর্ভুক্ত করা হল না, তা জানি না। এটা খুব অদ্ভুত। প্রতিক্রিয়া নেতাজি-কন্যার।
‘মাত্র ১ বছরে ১৬০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়েছে ভারত। ভারতে বিনিয়োগের এখন আদর্শ সময়' ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনাকালে ভারতের ৮৪ শতাংশ পরিবারের আয় যখন কমেছে, তখন ধনকুবেরের তালিকায় নাম লিখিয়েছেন চল্লিশজন।এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে অক্সফ্যামের রিপোর্টে। যেখানে বলা হয়েছে, স্বাস্থ্য কিংবা শিক্ষাখাতে যখন বরাদ্দ কমাতে হয়েছে, তখন লাফিয়ে লাফিয়ে বেড়েছে ধনকুবেরদের সম্পত্তি।
সংঘাতে ইতি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বন্ধু বলে সম্বোধন করলেন মদন মিত্র। বললেন, ভুল করে থাকলে, তিনি ক্ষমাপ্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মদনের মন্তব্য, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ভুল করলে, তাঁর বলার অধিকার আছে। দলের কড়া বার্তার জেরেই কি মদন মিত্রর সুর নরম? জল্পনা তুঙ্গে। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা।
শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে এবার রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এদিকে আজ শুনানিতে CISF-এর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে রাজ্য। ২১ ফেব্রুয়ারির মধ্যে দু’পক্ষকেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
টোঙ্গায় জেগে উঠেছে আগ্নেয়গিরি। হচ্ছে ভয়াবহ অগ্ন্যুৎপাত। পরমাণু বিস্ফোরণের সময়ে যেরকম মাশরুম ক্লাউড দেখা যায়, অগ্ন্যুৎপাতের পর সেরকম ছবিই ধরা পড়ল উপগ্রহ চিত্রে। বিস্ফোরণের তীব্রতায় কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে দ্বীপ। ছাই মিলেছে প্রায় ২০ কিলোমিটার দূর পর্যন্ত। বৃষ্টির মতো ছিটকে পড়েছে পাথর। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।