এক ডজন গল্প: সরস্বতী পুজোর আগে খুলছে স্কুল, তুঙ্গে প্রস্তুতি। Bangla News
কয়েকঘণ্টা পর ফের স্কুলে ফেরা। যারা এখন অষ্টম এবং নবম শ্রেণিতে তারা স্কুলে ফিরছে ২২ মাস পর। স্কুলে যাওয়ার প্রস্তুতিতে অবাক কাণ্ড। কারও ছোট হয়ে গিয়েছে জুতো, কারও পরাই যাচ্ছে না ইউনিফর্ম।
এবার বেসরকারি স্কুলে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস। শ্রেণিকক্ষের বাইরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত একাধিক স্কুলের। স্কুলের অদূরে মাঠে ছোটদের পঠনপাঠন ফিউচার ফাউন্ডেশনের। স্কুলের মাঠেই সোমবার থেকে রামমোহন মিশন স্কুলের ক্লাস। শ্রেণিকক্ষের বাইরে ক্লাস নিতে আর্জি আইসিএসই স্কুল সংগঠনের। সপ্তম শ্রেণি পর্যন্ত এখনও শ্রেণিকক্ষে পঠনপাঠনের অনুমতি দেয়নি সরকার। সোমবার থেকে সরকারি উদ্যোগে শুরু হচ্ছে পাড়ায় শিক্ষালয়। এমন উদ্যোগ নিতেই পারে বেসরকারি স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী।
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলেই ২ শিক্ষকের হাতাহাতি। মারামারির ঘটনায় ২ শিক্ষককেই শোকজ করল সরকার।প্রধান শিক্ষককে শোকজ স্কুল শিক্ষা দফতরের বিশেষ সচিবের।সহকারী শিক্ষককে শোকজ স্কুল শিক্ষা কমিশনারের ।কেন ব্যবস্থা নয়? সোমবারের মধ্যে ২ শিক্ষকের জবাব তলব। শুক্রবারের মধ্যে তদন্ত রিপোর্ট দেবেন জেলা বিদ্যালয় পরিদর্শক।