Ek Dozen Golpo: SSC দুর্নীতি মামলায় ফের ডাকা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে।Bangla News
নাগেরবাজারের ফ্ল্যাটে মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার। বিদিশার সুইসাইড নোটে উঠে এল আর্থিক অনটনের প্রসঙ্গ। ‘নতুন কেনা মোবাইল ফোনের ইএমআই দিতে পারছি না। সমস্যা হচ্ছে বাড়ি ভাড়া দিতেও’, সুইসাইড নোটে রয়েছে আর্থিক অনটনের প্রসঙ্গও, পুলিশ সূত্রে খবর।
নাগেরবাজারে মডেল-অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য। আরও বেশি কাজ করতে চাইছিলেন বিদিশা। কিন্তু চলতি মাসের গোড়ায় মডেল প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মিত হয়ে পড়েন। ডিপ্রেশনে ভুগছেন বলে নিজেই জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী। এমনই দাবি ঘনিষ্ঠদের। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ পুলিশের। একটি ডায়েরির মধ্যে লেখা ছিল সুইসাইড নোট। মডেল-অভিনেত্রীর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।পেশাগত অনিশ্চয়তা, ডিপ্রেশন, নাকি অন্য কোনও টানাপোড়েন, কী কারণে মৃত্যু হল বিদিশা দে মজুমদারের? রহস্যের জট খুলতে বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ।
SC দুর্নীতি মামলায় গতকাল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, SSC-র উপদেষ্টা কমিটির কাজ কী ছিল? চাকরি দেওয়া? নাকি গ্রিভান্স সেল হিসেবে কাজ করত উপদেষ্টা কমিটি? সিবিআই সূত্রে দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান উপদেষ্টা কমিটির কাজ সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর কাছে জানতে চাওয়া হয়, SSC-কে কোনও গ্রিভান্স সেল খোলা হয়েছিল কিনা। এই প্রশ্নের জবাবেও প্রাক্তন শিক্ষামন্ত্রী কিছু জানেন না বলে দাবি করেন। খবর সিবিআই সূত্রে। সিবিআই সূত্রে দাবি, বেশ কিছুক্ষণ প্রশ্নোত্তর ছাড়াই বসিয়ে রাখা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপর সাড়ে ৮ ঘণ্টা ধরে প্রতি আধঘণ্টা অন্তর অন্তত ১০ বার ঘুরিয়ে ফিরিয়ে উপদেষ্টা কমিটির কাজকর্ম নিয়েই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।