এক ডজন গল্প: সপরিবারে ভ্যাকসিন নিতে 'অনীহা', তুফানগঞ্জে শিক্ষকের বাড়িতে তালা ঝোলালেন ক্ষুব্ধ এলাকাবাসী | Bangla News
বারবার বলা সত্বেও সপরিবারে ভ্যাকসিন (Corona Vaccine) নেননি প্রাইমারি স্কুলের শিক্ষক। এতেই ক্ষুব্ধ হয়ে শিক্ষকের বাড়িতে এসে তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী। কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের ঘটনা। পড়ে অবশ্য সকলের চাপে পড়ে ভ্যাকসিন নিতে রাজি হন স্কুল শিক্ষক।
এদিকে, বেলেঘাটা আইডিতে (Beleghata ID) যেতে আপত্তি, বাড়ি ফিরলেন ২ ওমিক্রন রোগী! ফ্রান্স থেকে আসা কলকাতার ২ বাসিন্দার দেহে ওমিক্রনের হদিশ। বেসরকারি হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়ার সময় বিপত্তি। বেলেঘাটা আইডিতে ভর্তি হতে আপত্তি ২ রোগীর। আইডি হাসপাতালে না গিয়ে দুজনই অ্যাম্বুল্যান্সে বাড়ি ফিরে আসেন। ২ রোগীকে বুঝিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য দফতর।
পাশাপাশি, উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) বেলাগাম করোনা (Corona)। সংক্রমণের শৃঙ্খল মানতে সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিন বাজার বন্ধ রাখাতেই জোর দিচ্ছে প্রশাসন। সেই মতো চলছে পুলিশি নজরদারি। মাস্ক না পরে বাইরে বেরোলেই চলছে ধরপাকড়।