Ek Dozen Golpo(Seg-1): সিএএ বাতিল চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অধীর চৌধুরীর চিঠি | Bangla News
সিএএ বাতিল চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অধীর চৌধুরীর চিঠি। সংসদের বাদল অধিবেশনেই সিএএ বাতিলের দাবিতে চিঠি। ‘ভারতে নাগরিকত্ব না পেয়ে পাকিস্তানে ফিরেছেন হিন্দুরা’। ‘একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে দমনমূলক আইন’। ‘অসংবিধানিক হওয়ায় ২ বছর পরেও কার্যকর হয়নি আইন’। সিএএ প্রত্যাহার চেয়ে অমিত শাহকে চিঠি লোকসভায় কংগ্রেস দলনেতার।
সিএএ-এনআরসি নিয়ে ফের একবার বিজেপিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসমে নতুন পার্টি অফিস উদ্বোধন করে এই প্রসঙ্গে তিনি বলেন, 'CAA নিয়ে বাংলা, অসমে ভিন্ন কথা বলছেন অমিত শাহ। এখানে এলে মুখে কেন কুলুপ? যে নাগরিকদের ভোটে জিতেছেন, তাদের আবার কী নাগরিকত্ব দেবেন? বিজেপির অন্দরেই সিএএ নিয়ে দ্বিমত রয়েছে।'
পাটের ‘কালোবাজারি’ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ হাইকোর্টের। ‘বাজারে পাট জোগান যথেষ্ট, তাও দাম বাড়ছে কেন?’ ‘দাম বাড়া মানেই কোথাও কোনও গণ্ডগোল আছে’। ‘কোথায় গণ্ডগোল, ঠিক করতে হবে, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?’ পাটের দাম নিয়ে মালিকপক্ষের মামলায় মন্তব্য হাইকোর্টের । ‘পাটের দাম কী হবে? পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করতে হবে’। ‘পরিস্থিতি বিচার করে পাটের দাম ঠিক করতে হবে’। পাটের দাম পুনর্বিবেচনা করতে জুট কমিশনকে নির্দেশ। ‘জুট কমিশনারকে সামনে থেকে নেতৃত্বে দিতে হবে’। পাটের দাম নিয়ে মালিকপক্ষের মামলায় মন্তব্য হাইকোর্টের ।