Ek Dozen Golpo: অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘণ্টায় ৭৫-৮৫ কিমি বেগে ঝড়ের সতর্কতা |Bangla News
শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। প্রবল দুর্যোগের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশের একাধিক জেলায় লাল সতর্কতা। বিশাখাপত্তনম, পূর্ব-পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, গুন্টুরে লাল সতর্কতা। অন্দ্রপ্রদেশের উপকূলে ঘণ্টায় ৭৫-৮৫ কিমি বেগে ঝড়ের সতর্কতা।
ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের আইনজীবীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ।অসন্তোষ প্রকাশ দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। ‘এটা দুর্ভাগ্যজনক, সিবিআইয়ের আইনজীবীদের কাছে ঘটনার বিস্তারিত তথ্য নেই । আদালতকে সাহায্য করতে অক্ষম’, মন্তব্য বিচারপতির। ভোট পরবর্তী হিংসা মামলায় ৫ অভিযুক্ত নিম্ন আদালতে জামিন পায়। জামিন খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করে সিবিআই। সেই মামলার শুনানিতেই আদালতের সামনে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি সিবিআই।
দিল্লি, রাজস্থান, হায়দরাবাদ, কোয়েম্বাটুর, মহীশূরের ৪০ জায়গায় সিবিআই হানা। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে সিবিআই তল্লাশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ দেশের ৪০ জায়গায় সিবিআই হানা। প্রায় ১২ জন সরকারি আধিকারিককে জিজ্ঞাসাবাদ। তদন্ত চলাকালীন ২ কোটি টাকা হাওয়ালা কেলেঙ্কারির হদিশ মিলেছে, সিবিআই সূত্র।