EK Dozen Golpo: নদিয়ার চাকদায় তৃণমূল কর্মীকে গুলি, অভিযোগ যুব সংগঠনের সভাপতির অনুগামীদের বিরুদ্ধে।Bangla News
নদিয়ার চাকদায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতির অনুগামী। তৃণমূলেরই যুব সংগঠনের সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। গলায় গুলিবিদ্ধ অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাকদা থানার পুলিশ।
শক্তিবৃদ্ধি করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল ঘূর্ণিঝড় ‘অশনি’। বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’। পুরী থেকে ৮৮০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘অশনি’ ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে ‘অশনি’। উপকূল থেকে উত্তর-পশ্চিম দিকে সমান্তরালভাবে এগোবে ঘূর্ণিঝড়। উপকূলবর্তী জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে কলকাতা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
‘অশনি’ আশঙ্কায় সতর্ক কলকাতা পুরসভা। ১০-১২ মে কলকাতা পুরসভার সব কর্মীর ছুটি বাতিল। ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে পুরসভার কন্ট্রোল রুম। মেয়র পারিষদদের বিভিন্ন বরোর দায়িত্ব দিলেন মেয়র।