এক ডজন গল্প: আগামীকাল ফের হাইকোর্টে নারদ মামলার শুনানি, সঙ্গে অন্য খবর
নারদ মামলায় (Narada Case) চার হেভিওয়েটের জামিন নিয়ে কাল ফের শুনানি হাইকোর্টে (Calcutta High Court)। এটা খুব সাধারণ মামলা নয় বলে মন্তব্য বিচারপতির। নিম্ন আদালতের বিচারক প্রভাবিত, প্রমাণ করতে না পারলে এই উদাহরণ আপনাদের বিপরীতে যাবে, সিবিআইকে (CBI) কড়া বার্তা হাইকোর্টের। আমফানের পর ইয়াসেও বাঁধ ভেঙে ক্ষতি হয়েছে বহু গ্রামের। বৃহস্পতিবার তা নিয়ে বলতে গিয়ে সেচ ও বন দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। গত বছর এই দুই দফতরের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। সেচ ও বন দফতর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ নিয়ে পাল্টা মুখ খুলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অন্যদিকে দুর্যোগ শেষ করে দিয়েছে সব। ওল্ড দিঘা থেকে মন্দারমণি, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় শুধুই ধ্বংসের ছবি। ভিটে মাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ।