Ekhon Kolkata (Seg 1): রাজ্যপালের ভাষণের সময় বিশৃঙ্খলা, দুই বিজেপি বিধায়ক সাসপেন্ড।Bangla News
দুই বিজেপি (BJP) বিধায়ক সাসপেন্ড। চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami), সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee)। রাজ্যপালের ভাষণের দিন অসংসদীয় কাজকর্মের জন্য সাসপেন্ড।
বুধবার বিধানসভায় রাজ্যপালের আলোচনায় ফের বিক্ষোভ দেখায় বিরোধীপক্ষ। দুই বিজেপি সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদ করেন তারা। বিক্ষোভের মধ্যেও প্রায় ৪০ মিনিট বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিধানসভার ঐতিহ্যকে নষ্ট করছে বিজেপি। তিনি আরও বলেন, ‘পবিত্র বিধানসভায় অগণতান্ত্রিক, অভব্য আচরণ করেছেন সুদীপ মুখোপাধ্যায়, মিহির গোস্বামীরা। সংসদীয় নিয়ম-নীতি জানতে হবে, শুধু চিত্কার করলেই হয় না’।
"পবিত্র বিধানসভার মধ্যে রাজ্যপালকে ‘ঘেরাও কিংবা অবরোধ’-এর প্রশংসা করার অথবা এর পিছনে কোনও যুক্তি খোঁজার কারণ থাকতে পারে না। কোথায় যাচ্ছি আমরা! কেনই বা এটা করা হচ্ছে! অধিবেশনকক্ষের ভিতরের ‘অব্যবস্থা’কে কি মাননীয় মুখ্যমন্ত্রী সাধুবাদ জানালেন! গণতন্ত্রকে প্রস্ফূটিত করতে আমাদের সবাইকে কাজ করতে হবে।" বাজেট অধিবেশনের শুরুর দিনের ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) করা মন্তব্যকে কটাক্ষ করে ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)।