এখন কলকাতা: পুলিশের পোশাকে এসে যুবককে খুন ! বারুইপুরে প্রোমোটারকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ৩
পুলিশের পোশাকে বাড়িতে এসে তিনতলা থেকে ঠেলে ফেলে দিয়ে যুবককে খুনের অভিযোগ। হাওড়ার আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় উত্তেজনা। মৃতের নাম আনিস খান। পরিবার সূত্রে খবর, আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতি ও বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে যুক্ত হন আনিস। বারুইপুরের বেগমপুরে প্রোমোটারকে পিটিয়ে মারার ঘটনায় এক মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ২ জনকে আটক করা হয়েছে। ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় বারুইপুর থানা চত্বরে উত্তেজনা। ধৃতদের ঘিরে বিক্ষোভ মৃতের পরিবারের। এর মাঝেই পুলিশের গাড়ির কাচ ভেঙে দেন মৃতের এক আত্মীয়
খাস কলকাতায় ৪ কোটি ‘কালো’ টাকা উদ্ধার। হাতিবাগান এলাকা থেকে নগদ ৪ কোটি টাকা উদ্ধার করল শুল্ক দফতর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুল্ক দফতরের, আটক ২
বিতর্ক দূরে সরিয়ে এবার কামারহাটিতে একসঙ্গে প্রচারে সৌগত রায়, মদন মিত্র। কামারহাটি মোড় থেকে কামারহাটি পাঁচমাথার মোড় পর্যন্ত হুডখোলা গাড়িতে প্রচার। ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার সারলেন দমদমের সাংসদ ও কামারহাটির বিধায়ক। মদনের সঙ্গে কোনও সমস্যা নেই, দাবি সৌগতর। একই দাবি মদনেরও।