Ekhon Kolkata : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আজ অষ্টম দিন, দেশে ফিরতে মরিয়া ভারতীয় পড়ুয়ারা | Bangla News
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অষ্টম দিন। ইতিমধ্যেই বহু ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশের। রাশিয়ার দাবি, যুদ্ধে ইউক্রেনের ২,৮৭০ সেনার মৃত্যু হয়েছে।
ইউক্রেনের ৪টি শহর দখলের দাবি করল রাশিয়া (Russia)। কিভে এয়ার রেড সাইরেন, আকাশপথে বড়সড় হামলার আশঙ্কা। রুশ হামলায় খেরসন হাতছাড়া, মানল ইউক্রেন। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের ১ হাজার ৬১২ অস্ত্র ঘাঁটি। ধ্বংস ৩৯টি অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল, ৬০৬টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি। রুশ হামলায় ধ্বংস ইউক্রেনের ২২৭টি মর্টার, ৫৩টি ড্রোন। খারকিভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ। খারকিভের একটি স্কুলে রুশ সেনার মিসাইল হামলা। বরোডিয়াঙ্কা শহরে রুশ সেনার সঙ্গে লড়াই চালাচ্ছেন সশস্ত্র ইউক্রেনীয়রা। যুদ্ধে নিহত রাশিয়ার শীর্ষ সেনা অফিসার, দাবি ইউক্রেনের। ইউক্রেনকে (Ukraine) আরও অ্যান্টি এয়ারক্র্যাফট মিসাইল সরবরাহ, জানাল জার্মানি।
ইউক্রেনে ক্রমাগত চলছে রুশ আগ্রাসন। খারকিভে রুশ হামলা শুরু হওয়ার পরই ভারতীয় দূতাবাস থেকে সমস্ত ভারতীয় পড়ুয়াদের সেখান থেকে বেরোনোর নির্দেশ দেওয়া হয়। কিছু পড়ুয়া খারকিভ থেকে রেলপথে বাকিরা হেঁটে লিভ শহরে পৌঁছেছে। এক ছাত্রী জানান, ইউক্রেনিয়ার রেলপথে প্রথম সুযোগ পাচ্ছেন রাশীয়ান ও ইউক্রেনিয়ান নাগরিকরা, এরপরে উঠতে পারছেন শুধুমাত্র ভারতীয় ছাত্রীরা। ফলে বহুক্ষেত্রে সহপাঠীদের ছেড়ে আসতে হচ্ছে তাদের।