Ekhon Kolkata (Seg-1): ফাটল-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা নিয়ে দিনভর জটিলতা ।Bangla News
বউবাজারে ফাটল-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙা নিয়ে দিনভর জটিলতা। বাসিন্দাদের দাবি, বাড়ি ভাঙা নিয়ে KMRCL কর্তৃপক্ষের প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে সংশয়। কখনও আংশিক, কখনও বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। শেষপর্যন্ত আগামীকাল দুর্গা পিটুরি লেনের ১৬ ও ১৬/A, এই দুটি বাড়ি আংশিক ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। KMRCL সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে দুটি বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে কিনা। পাশাপাশি, দুর্গা পিটুরি লেনের ১৫ নম্বর বাড়িটি আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা। পাশের ১৪ নম্বর বাড়ির ওপর হেলে পড়ায়, বিপজ্জনক বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, মেয়রকে এই বিষয়ে আগে প্রশ্ন করা উচিত। ওঁর রুট বদলের কারণেই এই বিপত্তি। তৃণমূলীরা রাজনীতি করতে গিয়ে আদত কাজ সমস্ত ভুল করে দেন। দিলীপ ঘোষ অর্বাচিনের মত কথা বলেন, পাল্টা জবাব তৃণমূল সাংসদ তাপস রায়ের।
গড়ফার বাড়ি থেকে উদ্ধার সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ। মৃতের নাম পল্লবী দে। গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকায় বাড়ি। এক যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন পল্লবী। মাসখানেক আগে গড়ফায় ফ্ল্যাট ভাড়া নেন পল্লবী ও তাঁর সঙ্গী আজ সকালে তাঁর সঙ্গীই পল্লবীর মৃত্যুর খবর জানায়, দাবি ফ্ল্যাটের কেয়ারটেকারের। পল্লবীর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গড়ফা থানার পুলিশ।