Madan Vs Kalyan : বাংলায় বলে না ইংরিজি বুঝি না ! কল্যাণকে আক্রমণ মদনের, 'রাসলীলা শেষ?' পাল্টা সাংসদ
একজন বললেন, তৃণমূলের জামাটা ছেড়ে কথা বলুন ! তো আরেকজন বললেন, শেষ হয়েছে রাসলীলা ?
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রবিবার TMCP-র রাজ্য সভাপতি তৃণাঙকুর ভট্টাচার্যকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সেই কল্যাণকেই বেনজির নিশানা করলেন মদন মিত্র। তৃণমূলের অন্দরে দুই আদির লড়াই এখন তুঙ্গে। এক কথা থেকে আরেক কথা। এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ। বেনজির ভাবে একে অপরকে করলেন আক্রমণ। ব্যক্তিগত স্তরে করলেন একে অপরকে নিশানা। একজন বললেন, তৃণমূলের জামাটা ছেড়ে কথা বলুন ! তো আরেকজন বললেন, শেষ হয়েছে রাসলীলা ?
আর জি কর-কাণ্ডের আবহে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির ভূমিকা নিয়ে দলের অন্দরে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি। সেই আবহেই তুঙ্গে উঠল কল্যাণ মদনের কথার লড়াই। কল্যাণ বলেছিলেন, 'এতগুলো ছেলে আজকে সাসপেন্ড, বহিষ্কার করা গেল, TMCP-র ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তাঁর মুখ থেকে কোনও ভাষা নেই, কোনও কথা নেই! অবিশ্বাস্য! কার আশীর্বাদ এঁর মাথায় আছে, যে, এখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে!'
এই মন্তব্যের পর মদনের মন্তব্য , ওর কথা আমি শুনি না ! তৃণমূল বিধায়ক আরও বললেন, তৃণমূলের জামা আছে বলে রয়েছে, তৃণমূলের জামা ছেড়ে ফেললে গল্প শেষ ! আর তা শুনে কল্যাণের কটাক্ষ , 'দুঃখের ব্যাপার হচ্ছে, তৃণমূলের জামা পরেও ওকে জেলে ঢুকতে হয়েছে। এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। দু-বছর না আড়াই বছর তো জেলে ছিল...'
এরপর মদনের আক্রমণ, ' ওর কথা ভাল করে শুনি না। ও বাংলায় বলে না ইংরেজিতে বলে বুঝি না। এত জোরে কথা বলে, আমি নিরীহ। সবাই ছোটবেলায় দেখতাম যার গলায় জোর সে চেঁচিয়ে জিতে যাবে।'
তারপরই কল্যাণের পাল্টা, 'মদনের কী রাস উৎসব শেষ হয়েছে ? শেষ হয়ে ঘোরটা কেটেছে নাকি কাটেনি এখনও ? গলার ভয়েস জোর করতে গেলে না, নিজেকে সৎ থাকতে হয়। চরিত্র গঠন করতে হয়। রাজনীতিতে কেউ নিরীহ থাকে না। অসৎ লোকেরাই নিরীহ হয়ে বসে থাকে।' সবমিলিয়ে দুই নেতার তুতু ম্যায় ম্যায় -তে তুঙ্গে তরজা।
এদিকে শুধু কল্যাণ নন, মদনের আক্রমণের মুখে সৌগত রায়ও। সম্প্রতি পুলিশের তীব্র সমালোচনা করেন সৌগত। তার প্রত্যুত্তর দিতে গিয়েই মদনের মন্তব্য, সৌগতর নিরাপত্তারক্ষীদের দিয়ে চুন-পান আনা, বাজার করানো, রান্না করানো হয়। এমন মন্তব্য কার্যত বিরোধীদেরও হার মানায় !
আরও পড়ুন :
বিবাহবিচ্ছেদ হচ্ছে AR রহমানের ! ২৯ বছরের দাম্পত্য জীবনে ফাটল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।