এখন কলকাতা (Seg 1): রাজ্য-রাজ্যপাল সংঘাতের রেশ গড়াল রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও | Bangla News
পদ্মশ্রী প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ‘৯০ বছরের সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে। তাঁর ছাত্রতুল্যও নয় এমন দু’জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। বিদ্বেষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রীর প্রস্তাব দেওয়া হয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়রা পৃথিবীতে আসেন ভারতরত্নর জন্য নয়।' কেন্দ্রীয় সরকারকে আক্রমণ কবীর সুমনের।
একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত। গতকাল বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যপাল। তার রেশ গড়াল রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। রাজ্যপালের মুখোমুখি হয়ে সৌজন্য দেখালেও আগাগোড়া কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে (Jagdeep Dhankhar) প্রতি নমস্কার জানালেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে দেখা গেল না আন্তরিকতা। রাজ্যপাল তাঁর কাছে না আসা পর্যন্ত চেয়ার ছেড়ে ওঠেননি মুখ্যমন্ত্রী। বিদায় পর্বেও দেখা গেল একই ছবি।
এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "ভূ-ভারতে যা ঘটনা ঘটেনি, তা আমরা আজ চোখের সামনে দেখলাম। সম্মানীয় রাজ্যপাল যখন আজ রেড রোডে গেলেন, প্রথা অনুসারে সম্মানীয় মুখ্যমন্ত্রীর তাঁকে স্বাগত জানানো উচিত ছিল। কিন্তু আজ তা হয়নি। যা গণতন্ত্রের পক্ষে হানিকারক বলে আমার মনে হয়।"
রেড রোডের প্যারেডেও এবার আমন্ত্রণ-বিতর্ক। অনুষ্ঠানে আমন্ত্রণ করা হল না বিরোধী দলনেতাকে। আমন্ত্রিতদের তালিকায় নাম নেই শুভেন্দু অধিকারীর। এই প্রথমবার আমন্ত্রণ পেলেন না বিরোধী দলনেতা। এপ্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "স্বাধীনতার পর এমন ঘটনা এই প্রথম হল। আমার মনে হয়েছে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন। সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি। ক্যানসারেরও কেমো বেরিয়েছে কিন্তু হিংসার কোনও ওষুধ নেই।"
৭৩তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে দেখা গেল বর্ণাঢ্য শোভাযাত্রা। আজাদি কি অমৃত মহোত্সব উত্সবের সূচনা করলেন রাষ্ট্রপতি। এই প্রথম ফ্লাইপাস্ট করল ৭৫টি বিমান, কপ্টার। মার্চ পাস্টে প্রথমবার দেশীয় প্রযুক্তিতে তৈরি একহাজার ড্রোন।
আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকায় এক মার্বেল ব্যবসায়ীকে হুমকি দিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ। গতকাল রাতে দোকানে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। ওই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।