এখন কলকাতা (Seg 2): চিকিৎসক সংগঠন IMA কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত নির্মল মাজি | Bangla News
পরপর চার বার চিকিৎসক সংগঠন আইএমএ কলকাতা শাখার সভাপতি পদে নির্বাচিত হলেন নির্মল মাজি (Nirmal Maji)। প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যকে ৯ ভোটে হারিয়েছেন চিকিৎসক বিধায়ক। আইএমএ-র সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মৌসুমি বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি এবং অসীম সরকার। সম্পাদক পদে নির্বাচিত মানব নন্দী। সহ-সম্পাদক পদে জয়ী হয়েছেন আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস এবং শিল্পা বসু রায়।
আইএমএ-র (IMA) ভোটে ছাপ্পা। বিজেপিকে (BJP) নিশানা নির্মল মাজির (Nirmal Maji)। ভোট বানচাল করতে বহিরাগতদের নিয়ে এসেছিল বিজেপি। মুর্শিদাবাদ, মালদা থেকে দুষ্কৃতীদের নিয়ে এসেছিল বিজেপি। আমার ওপরেও হামলা হয়, এফআইআর (FIR) করব, হুঁশিয়ারি নির্মল মাজি।
আইএমএ-র এই কলকাতা শাখার নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, "পশ্চিমবঙ্গ সরকার যখন নিজে ধাপ্পা, জালিয়াতি, ভোট লুটে বিশ্বাস করে তাহলে সেই দলের নেতানেত্রী ভোট লুঠে বিশ্বাস করবে না কেন? বাংলার মুখ্যমন্ত্রী পথ খুলে দিয়েছেন যে কীভাবে ক্ষমতায় থাকতে হয়।"
অন্যদিকে, শ্রীনগরে (Srinagar) ফের জঙ্গি হামলা। জনবহুল আমিরা কাদাল বাজারে গ্রেনেড হামলায় মৃত এক সাধারণ নাগরিক। আহত এক পুলিশকর্মী সহ ২১ জন।