![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
এখন কলকাতা: আনিস খানের মৃত্যুর প্রতিবাদে উত্তপ্ত ছাত্রমহল, জায়গায় জায়গায় পড়ুয়া বিক্ষোভ | Bangla News
আনিস খান মৃত্যুতে (Anish Khan Death) হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার, জানালেন রাজ্য পুলিশের ডিজি। এর প্রতিবাদে আজ যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল পড়ুয়াদের। জ্বলল মশাল, উঠল ন্যায়বিচারের স্লোগান।
আনিস খানের মৃত্যুর (Anish Khan Death) প্রতিবাদে এন্টালি থেকে পার্ক সার্কাস পর্যন্ত বিক্ষোভ-মিছিল এসএফআইয়ের (SFI)। পার্ক সার্কাসে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার বাঁধে।
আনিস খুনের (Anish Khan Death) প্রতিবাদে নিউটাউন থানার সামনে অবস্থান বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের পড়ুয়াদের।
আনিস খানের মৃত্যুর প্রতিবাদে বঙ্গ ভবনের বাইরে বিক্ষোভ জেএনইউ-র (JNU) স্টুডেন্ট ইউনিয়নের। এই প্রতিবাদের নেতৃত্ব দেন ঐশী ঘোষ (Aishie Ghosh)। তিনি বলেন, "আমরা এটাই বলতে চাইছি, আনিস খানের হত্যার প্রতিবাদের আওয়াজ শুধু বাংলাতেই থেমে থাকবে না। দিল্লিতেও আমরা এই প্রতিবাদের আওয়াজ ওঠাব।"
এদিকে, আনিস খান মৃত্যুতে (Anish Khan Death) হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার। যদিও ধৃত দুজনের ছবি দেখে আনিস খানের বাবা সালেম খান বলেন, "এদেরকে দেখিনি, চিনতে পারছি না। যে পুলিশ অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, শুধু তাকে দেখলে চিনতে পারব।"
সমস্ত শো
![Ekhon Kolkata : টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/10/51f23a91d332860be5cddac526409cee1670683858574170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/145b7d70a5af40543422be389ec81df71670597412121229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
![#](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/07/00c53c87c0ff1aad008e78f59df61dbb167042882066049_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)