Bangladesh News: ফের ভারত-বিদ্বেষী জিগির BNP-র, মুখ্যমন্ত্রীকে আক্রমণ BNP নেতাদের
ABP Ananda Live:ফের ভারত-বিদ্বেষী জিগির BNP-র। ঢাকায় ভারতীয় হাই কমিশনের পর এবার আগরতলা অভিযানের ডাক দিল খালেদা জিয়ার দলের ৩টি সংগঠন। ‘ডেলি স্টার’ সূত্রে খবর, ত্রিপুরায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভের প্রতিবাদে ১১ ডিসেম্বর আগরতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে BNP-র ৩ সংগঠন।
আরও খবর, আর জি করকাণ্ডে ১৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। 'খুন ও ধর্ষণের ঘটনার পিছনে সঞ্জয়কে সামনে রেখে ২ জনের ষড়যন্ত্র'। 'প্রমাণ নষ্টের চেষ্টা হয়েছে, প্ররোচনা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে', আদালতে সওয়াল সিবিআইয়ের। 'CFSL রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে', আদালতে জানাল সিবিআই। '৮৬ দিন পার, সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি', আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর। 'অভিজিৎ মণ্ডল এই ঘটনায় যুক্ত কিনা এখনও প্রমাণিত হয়নি', আদালতে সওয়াল অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। '৯০০ ঘণ্টার ভিডিও ফুটেজ দেখতে হচ্ছে, IT IS NOT A MATTER OF JOKE', আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের। আর জি করকাণ্ডে ১৩ ডিসেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ আদালতের।