Firhad Hakim: ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া নিয়ে কী বললেন ফিরহাদ?। Bangla News
‘সবাইকেই করোনা হোক না হোক পরতে হবে মাস্ক, নিজের জন্য সকলের জন্য করতে হবে এই কাজ। ১৬টি বরোর একাধিক স্কুলে দেওয়া হবে করোনা ভ্যাকসিন (Vaccine)। কোভ্যাকসিন (Covaxin) দেওয়া হবে ১৫ ঊর্ধ্বদের। বাকি কেন্দ্র থেকেও চলবে ভ্যাকসিন দেওয়ার কাজ।‘ ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া নিয়ে বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
জেতার পরে যাওয়া যাবে না অন্য দলে, দিতে হবে মুচলেকা। এটা কলকাতা নয়, ব্যরাকপুর। ইট মারলে পাটকেল খেতে হবে, শ্যামনগরে কর্মী সম্মেলনে হুঁশিয়ারি বিজেপি সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh)। নিজেই তো তৃণমূলে ফিরতে চাইছেন, পাল্টা নৈহাটির তৃণমূল বিধায়ক। পাল্টা নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক।
তমলুক পুরসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। বিজেপির হয়ে যারা প্রচার করবেন, তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তমলুকের শহর তৃণমূল সভাপতির ভাইরাল ভিডিওতে হুমকি ঘিরে বিতর্ক। কারা সামাজিকভাবে বয়কট হবে, তমলুকের মানুষ বলে দেবে, কটাক্ষ বিজেপির তমলুকের সাংগঠনিক জেলার সহ সভাপতির।
করোনা আক্রান্ত কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান সাধনা বসু। গতকাল শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন ৪ নম্বর বরোর চেয়ারম্যান। করোনা আক্রান্ত হয়ে বাঙুর হাসপাতালে ভর্তি বরো চেয়ারম্যান।