Ekhon Kolkata: ভাদু শেখ খুনের পিছনে আর্থিক যোগাযোগ? ট্যাক্স কনসালটেন্টকে তলব সিবিআইয়ের। Bangla News
রাজ্য রাজনীতি নিয়ে তরজায় টিয়া-কাকাতুয়া-গোমড়া। ইতি-উতি-প্রতিশ্রুতি নিয়ে কী বলছে টিয়া টিপ্পনি, কবি কাকাতুয়া ও গোমড়া গেরুয়া?
বালিগঞ্জ (Ballygunge) বিধানসভা (Assembly) কেন্দ্রে জয়ের পর, পরাজিত সিপিএম (CPIM) প্রার্থী সায়রা শাহ হালিমকে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ট্যুইটে বালিগঞ্জের তৃণমূল (TMC) প্রার্থী লিখেছেন, সিপিএম শুধু মিথ্যা এবং প্রতারণায় ভরা নোংরা ভোট প্রচারেই থেমে থাকেনি। আর সায়রা হালিমের কোনও ক্লাস নেই। তিনি লজ্জা পেতেও ভুলে গিয়েছেন। মানুষ তৃণমূলকে নির্বাচন করে তাঁকে ছুড়ে ফেলার পরেও একইরকম কুৎসিত ভাষা ব্যবহার করে যাচ্ছেন। এরপর বাম প্রার্থীকে বিধানসভা ভোটের ফলাফল স্মরণ করিয়ে বাবুল লেখেন, যাই হোক না কেন, বিধানসভায় বামেরা বিগ জিরো।
ভাদু শেখ খুনের পিছনে কি কোনও আর্থিক যোগাযোগ রয়েছে? ভাদুর বাড়ি থেকে উদ্ধার হওয়া দুটি ডায়েরি ও একটি পকেট নোটবুক উদ্ধার। ডায়েরি ও নোটবুক থেকে আর্থিক লেনদেনের হিসাব পান গোয়েন্দারা। ভাদুর ট্যাক্স কনসালটেন্টকে তলব সিবিআইয়ের। ২০১৭ সাল থেকে ভাদু শেখের ট্যাক্স ফাইলের নথি বাজেয়াপ্ত। এছাড়া ভাদুর স্ত্রীর ট্যাক্স সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসার নির্দেশ।