এক্সপ্লোর
Advertisement
ফিল্মস্টার: মুক্তি পেল ‘ফেলুদা ফেরত’-এর ট্রেলার, ফেলুদা ভক্তদের উত্তেজনা চরমে
শীত পড়তে না পড়তেই পারদ চড়ালো ফেলুদা। ফেলুদা ফেরত আসছে। বড়দিনে। আর এই ওয়েব সিরিজের ট্রেলারলঞ্চে উপস্থিত রইলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাজির ছিলেন বড়পর্দার অন্যতম ফেলুদা মানে সব্যসাচী চক্রবর্তীও। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব সিরিজ ফেলুদা ফেরত সিজন ওয়ানে থাকছে ছিন্নমস্তার অভিশাপ। আর সিজন টু-তে যত কাণ্ড কাঠমান্ডুতে। ওয়েবে ফেলুদার ভূমিকায় টোটা রায়চৌধুরী। জটায়ু, মানে লালমোহন গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। আর তোপসের ভূমিকায় কল্পন মিত্র। ছিন্নমস্তার অভিশাপে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, সমদর্শী দত্ত, পৌলমী দাসও। যত কাণ্ড কাঠমান্ডুতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় এবং ভরত কলও। মগনলাল মেঘরাজের চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়।
প্রতিদ্বন্দ্বী। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এই থ্রিলার ছবিটি মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, সৌরভ দাস অভিনয় করেছেন এই ছবিতে। ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে হাজির টিম ‘প্রতিদ্বন্দ্বী’। কলকাতায় মেডিক্যাল ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে ছবির কাহিনি বুনেছেন পরিচালক।
প্রতিদ্বন্দ্বী। সপ্তাশ্ব বসুর পরিচালনায় এই থ্রিলার ছবিটি মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, সৌরভ দাস অভিনয় করেছেন এই ছবিতে। ছবির পোস্টার লঞ্চ অনুষ্ঠানে হাজির টিম ‘প্রতিদ্বন্দ্বী’। কলকাতায় মেডিক্যাল ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে ছবির কাহিনি বুনেছেন পরিচালক।
সমস্ত শো
ফিল্মস্টার
মুখ খুললেন যিশু সেনগুপ্ত। কাদের নিশানা করলেন তিনি? দেব কী সমর্থন করলেন যিশুকে ?
রাফা নিয়ে সরব হলেও, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলায় কেন তাঁরা নীরব? সেলিব্রিটিরা এই জ্বলন্ত ইস্যু নিয়ে 'স্পিকটি নট' কেন?
কেউ খেলবে রাজনীতির খেলা পাল্টানোর খেলা। কেউ আবার ভূতের মুখোমুখি হয়ে খুঁজবে ভবিষ্যৎ
দেব আর বরখার অনস্ক্রিন ম্যাজিক, খাদানের নতুন গান 'হায়রে বিয়ে'-র ছন্দে জমিয়ে দিয়েছেন দু'জনে
নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি সেন্টিমেন্টাল, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার কবে?
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement