Dear Maa: সুরের উড়ানে ডানা মেলল ছোট্ট প্রশ্মিতা। আর এই সফরে তাঁর হাত ধরল ডিয়ার মা
ABP Ananda LIVE : ছোট্ট প্রশ্মিতার প্রথম প্লেব্যাক। মাত্র সাতবছর বয়সেই সিনেমায় গান গাওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করে সাড়া ফেলে দিয়েছে মেদিনীপুর টাউনের শান্তিনগরের মেয়েটি। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ডিয়ার মা-তে বিক্রম ঘোষের সুরে ক্যায়সে কঁহু গানটি গেয়েছে প্রশ্মিতা। মাত্র পাঁচ বছর বয়সে মায়ের কাছের গান শেখা শুরু প্রশ্মিতার। গানকে ভালবেসেই এখন এগিয়ে চলার স্বপ্ন ক্লাস থ্রি-র ছাত্রীর দুচোখে। শ্রেয়া ঘোষাল প্রশ্মিতার সবচেয়ে প্রিয় গায়িকা। প্রতিদিন ঘুম থেকে উঠে সকাল ছটায় রেওয়াজ করতে বসে সে। পড়াশুনোর পাশাপাশি সন্ধেবেলাতেও গানের চর্চা চলে নিয়মিত। নিয়ম করে ক্ল্যাসিগাল আর লতা মঙ্গেশকরের গাওয়া গান শোনে মেদিনীপুরের ছোট্ট মেয়েটি। গান গাওয়ার পাশাপাশি অবসরে ছবি আঁকতে, য়ুকুলেলে বাজাতে আর দিদির সঙ্গে খেলতে ভালবাসে প্রশ্মিতা। ডিয়ার মা গান গেয়ে পথ চলা শুরু হয়েছে প্রশ্মিতার।সামনে এখন সাফল্যের অনেক সিঁড়ি অপেক্ষমান।






























