Flimstar: আলিপুর মিউজিয়মে গিয়ে ইতিহাসের পাতা ওল্টালেন ঋতুপর্ণা সেনগুপ্ত
ABP Ananda Live: নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে জওহরলাল নেহরু...ভারতের স্বাধীনতা আন্দোলনে বহু জাতীয়তাবাদী নেতাকে গ্রেফতার করে আলিপুর জেলে পাঠিয়েছিল ব্রিটিশ পুলিশ। বহু বিপ্লবীর ফাঁসিও হয়েছিল আলিপুর জেলেই। সময়ের কাঁটা থেমে থাকা আলিপুর মিউজিয়মে গিয়ে ইতিহাসের পাতা ওল্টালেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
চাকরি চেয়ে জুটেছে লাঠি-লাথি, এবার চাকরিহারাদের বিরুদ্ধেই জোড়া মামলা পুলিশের
বুধবার দুপুরে কসবায় DI অফিস চত্বরে এভাবেই চাকরিহারাদের লাঠিপেটা করে পুলিশ। চাকরি বাতিল ইস্যুতে এদিন জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। কসবায় ব্যারিকেড টপকে DI অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এরপরই শুরু হয় লাঠিচার্জ। এমনকী সদ্য চাকরিহারাদের লাথিও মারা হয়। পুলিশের লাঠির আঘাতে, আহত হন বেশ কয়েকজন চাকরিহারা। পাল্টা পুলিশও তাদের উপর আক্রমণের অভিযোগ এনেছে। কসবাকাণ্ডে এবার চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল পুলিশ। একটি জেলা স্কুল পরিদর্শকের করা অভিযোগ, দ্বিতীয়টি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। দুটি মামলাই করা হয়েছে গতকাল চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে।






























