এক্সপ্লোর
ফিল্মস্টার: মগজাস্ত্রে শান দিতে ফিরছে ফেলুদা, আড্ডায় সৃজিত, টোটা, অনির্বাণ, কল্পন
মগজাস্ত্রে শাণ দিতে ফেলুদা ফিরছে। তবে এবার বড় পর্দায় নয়। OTT প্ল্যাটফর্ম, আড্ডা টাইমসে। দীর্ঘ প্রতীক্ষার পর ফেলুদার মুক্তি আসন্ন। আজকের আড্ডায় রয়েছেন নতুন ফেলুদা টোটা রায়চৌধুরি, লালমোহনবাবু ওরফে অনির্বান চক্রবর্তী, নতুন তোপসে কল্পন মিত্র ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।






























