ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৮.৭.২৫) পর্ব ১: ''ক্যাম্পাসে-ক্যাম্পাসে ভাইপো-গ্যাং,' অভিযোগ শুভেন্দুর। ছাত্রীকে দিয়ে নেতার ম্যাসাজ!
Ghanta Khanek Sange Suman: কলকাতা থেকে জেলা, কলেজে-কলেজে 'ম্যাঙ্গো-মডেল!' 'ক্যাম্পাসে-ক্যাম্পাসে ছড়িয়ে ভাইপো-গ্যাং, ' ৫০ জনের ছবি প্রকাশ শুভেন্দুর। কোথাও মাঝরাতে ক্যাম্পাস খুলে পার্টি, মদ্যপানের বিস্ফোরক অভিযোগ। কোথাও ভাইরাল ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজ করানো আরেক 'দাদার কীর্তি'। সোনারপুরের ছাত্রনেতার বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলেরই মহিলা কাউন্সিলর। '৪০ লক্ষ টাকায় পদ-বিক্রি মন্ত্রী সিদ্দিকুল্লার,' বিস্ফোরক তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি। হাইকোর্টে ধাক্কার পরেও অযোগ্যদের পাশে দাঁড়াতে মরিয়া রাজ্য ও SSC। নতুন পরীক্ষায় দাগীদের বসার অধিকার চেয়ে এবার ডিভিশন বেঞ্চে আবেদন।
কোথাও ক্য়াম্পাসের মধ্য়েই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, কোথাও বহু বছর আগে পাস আউট হওয়া প্রাক্তন TMCP নেতার মৌরসিপাট্টা। কসবাকাণ্ডের পর কলেজে কলেজে সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ। এই পরিস্থিতিতে, ৫০ জনের ছবি ও নাম প্রকাশ করে ভাইপো গ্য়াং আখ্য়া দিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এদিকে
কসবাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই দক্ষিণ দিনাজপুরের ডালখোলায় স্কুলে এক পঞ্চম শ্রেণির
ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগ উঠল স্কুলেরই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে!





























