ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ১: তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন। 'তৃণমূলকে হারাব', চ্য়ালেঞ্জ হুমায়ুনের
GhantaKhanek Sange Suman: মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' শিলান্য়াসের ৪৮ ঘণ্টা আগে নেমে এল শাস্তি । মুখ্য়মন্ত্রীর সভাস্থলে পৌঁছেই তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবীর । নতুন দল করে ১৩৫টা আসনে লড়ব, তৃণমূলকে হারাব', চ্য়ালেঞ্জ হুমায়ুনের । টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী RSS-মার্কা মুখ্য়মন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির মুখ্য়মন্ত্রীকে স্বাগত', হুঙ্কার বিধায়কের । নির্দল দাঁড়ালে বিজেপির সুবিধা, ওদের ভোট নয়', সরব মমতা বন্দ্য়োপাধ্য়ায় । চাকরি-শিক্ষা নয়, মন্দির-মসজিদের রাজনীতি কোন অতলে ঠেলছে রাজ্য়কে? । প্রাথমিকে স্বস্তির ২৪ ঘণ্টার মধ্য়ে উচ্চপ্রাথমিকে ধাক্কা সরকারের । রাজ্য়ের তৈরি ১৬০০ অতিরিক্ত শূন্য়পদ বাতিল করল হাইকোর্ট।
মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্য়াসের ৪৮ ঘণ্টা আগে ট্য়ুইস্ট! ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। নাটকীয়ভাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সভায় পৌঁছে সেই খবর পেলেন তিনি! আর তারপরই তৃণমূলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লেন হুমায়ুন। বললেন, "এর যোগ্য় জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্য়ের ক্ষমতাচ্য়ুত করে খেসারত দিতে হবে।" অন্য়দিকে, আজ বহরমপুরের সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও বলেছেন, "কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাঁবেদারি করে।" বিজেপি নেতা সজল ঘোষ আবার কটাক্ষের সুরে বলেছেন, "ববি হাকিমকে কখনও দেখেছেন, কখনও কাউকে সাসপেন্ড করতে! মুসলমান দিয়ে মুসলমান তাড়াতে হচ্ছে। হিন্দু দিয়ে তাড়ালে মুসলমান রেগে যাবে এই ভয়ে।"






























