ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৮.৭.২৫) পর্ব ২: কলেজে-কলেজে 'ম্যাঙ্গো-মডেল'! '৪০ লক্ষ টাকায় পদ-বিক্রি মন্ত্রী সিদ্দিকুল্লার,' বিস্ফোরক তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি
Ghanta Khanek Sange Suman: কলকাতা থেকে জেলা, কলেজে-কলেজে 'ম্যাঙ্গো-মডেল!' 'ক্যাম্পাসে-ক্যাম্পাসে ছড়িয়ে ভাইপো-গ্যাং, ' ৫০ জনের ছবি প্রকাশ শুভেন্দুর। কোথাও মাঝরাতে ক্যাম্পাস খুলে পার্টি, মদ্যপানের বিস্ফোরক অভিযোগ। কোথাও ভাইরাল ইউনিয়ন রুমে ছাত্রীকে দিয়ে মাথা ম্যাসাজ করানো আরেক 'দাদার কীর্তি'। সোনারপুরের ছাত্রনেতার বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূলেরই মহিলা কাউন্সিলর। '৪০ লক্ষ টাকায় পদ-বিক্রি মন্ত্রী সিদ্দিকুল্লার,' বিস্ফোরক তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি। হাইকোর্টে ধাক্কার পরেও অযোগ্যদের পাশে দাঁড়াতে মরিয়া রাজ্য ও SSC। নতুন পরীক্ষায় দাগীদের বসার অধিকার চেয়ে এবার ডিভিশন বেঞ্চে আবেদন।
মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তাঁর কাছ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি করার জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছেন। বিস্ফোরক এই অভিযোগ করেছেন মেমারি দুই পঞ্চায়েত সমিতি সভাপতি ময়না হালদার টুডু। তাঁর আরও অভিযোগ, এখন মুখ খুলতে হচ্ছে এই কারণে, সিদ্দিকুল্লা চৌধুরী আমার সঙ্গে যে রকম ব্যবহার করছেন, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পঞ্চায়েত সমিতিতে আমাকে কোনও কাজও করতে দিচ্ছে না। পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তিনি। পাল্টা, মেমারির তৃণমূল নেত্রীকে চ্য়ালেঞ্জ করেছেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।





























