ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৭.৫.২৫)পর্ব ২: সোফিয়া কুরেশি, ব্যোমিকা সিংহ, Operation Sindoor-এর দুই মুখ
Ghantakhanek Sange Suman: ২৫ ভারতীয়র মৃত্যুর বদলা ২৫ মিনিটে নিল ভারতীয় সেনা। 'অপারেশন সিঁদুর'-এ সিঁদুর মোছার প্রতিশোধ নিল ভারতের সশস্ত্র বাহিনী। স্ক্যাল্প মিসাইল, হ্যামার বম্বে ধ্বংস লস্কর,জইশ,হিজবুলের সদর দফতর। মুখ থুবড়ে পড়ল এয়ার ডিফেন্স সিস্টেম, অতর্কিত হানায় দিশেহারা পাকিস্তান। রাত জেগে বদলা দেখলেন প্রধানমন্ত্রী। বললেন 'আজ গর্বের দিন'। সীমান্তে ১০ নিরীহকে মারল পাকিস্তান, পাল্টা ১০ পাক সেনাকে নিকেশ ভারতের। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক অমিত শাহের।
প্রত্যাঘাতের পর ভারতের বিদেশসচিবের সঙ্গে, প্রেস ব্রিফিংয়ে এলেন, ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। জায়গা ধরে ধরে, বিস্তারিতভাবে জানালেন 'অপারেশন সিঁদুরে'র খুঁটিনাটি। ভারতের ইতিহাসে প্রথমবার এত বড় সামরিক অভিযানের প্রেস ব্রিফিংয়ে সামনে রাখা হল মহিলা সেনা আধিকারিকদের। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের ধর্মীয় বিভাজনের কৌশল ভেস্তে দিতেই হিন্দু নিধনের প্রত্যাঘাতের পর একসঙ্গে সাংবাদিক বৈঠকে আনা হল কর্নেল সোফিয়া কুরেশি ও
উইং কমান্ডার ব্যোমিকা সিংকে।
কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনার সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ আধিকারিক। ২০১৬ সালে প্রথম মহিলা হিসেবে ১৮টি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া। অন্যদিকে, উইং কমান্ডার ব্যোমিকা সিংহ চেতক, চিতার মতো কমব্যাট হেলিকপ্টার ওড়ানোয় দক্ষ। দুর্গম এলাকায় ২৫০০ ঘণ্টারও বেশি সময় উড়ানের অভিজ্ঞতা রয়েছে তাঁর।































